ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

কুয়েতে আদম পাচারকারী চক্র হতে সাবধান 

কুয়েত সংবাদদাতা

প্রকাশিত: ১৭:২২, ৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতে যেতে বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে। এতো টাকা খরচ করেও জাঁকিয়ে বসা বাংলাদেশি আদম পাচারকারী দালাল চক্রদের শিকার হচ্ছে অনেকই। 

পাচারকারীরা অনেকেই পালানোর ফাঁক খুঁজছে বলে জানান কুয়েত প্রবাসী ক্লিনিং কোম্পানির নিম্নবেতনভুক্ত শ্রমিক তোফাজ্জল ছদ্মনাম। তিনি কুয়েতের বাঙালি অধ্যুষিত হাসাবিয়া (হাসই) এলাকার বাসিন্দা এবং অর্থৃধ্নু আদম পাচারকারীদের ছলনার শিকারদের একজন।

ধনী দেশ কুয়েতে গিয়ে বেশ ভাল অবস্থান তৈরি করা এবং হোমরা-চোমরা বাঙালি ‘সুশীলরা’ও আতঙ্গে রয়েছে বলে জানা গেছে। তারা বিভিন্নভাবে ওইসব আদম পাচারকারীদের সহায়তা করেন, কখনো তাদের অন্যায় ব্যবসায় ইনভেস্ট করে সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে।

নিউজওয়ান২৪/এমএম

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত